বিদ্যালয়ের দুটি ভবন আছে,
একটি জরাজীর্ণ অবস্থায় ব্যবহার অনউপযোগী,
অপরটি দুই তলা ভবন(পাঁচতলা ভিত্তি) কক্ষ সংখ্যা৭টি,
আসবাবপত্র ব্যবহার উপযোগী চেয়ার ১৮টি, টেবিল ১১টি, হাই বেঞ্চ- ৬০টি,
লো- ব্যঞ্চ- ৬০টি, ব্লাক বোর্ড ৫টি, আলমিরা ৩টি, বুকসেল্প- ৩টি।
বিদ্যালয়ের নাম: গোদাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রতিষ্ঠা সন- ১৯৯১ ইং, রেজিষ্ট্রেসন এর সাল- ১৯৯৫, বিদ্যালয়টি জাতীয় করন হয়- ২০১৩ সালে, বিদ্যালয়টি নিজস্ব ভূমিতে নির্মিত যার খতিয়ান নং- ২২৮, এবং দলিল নং- ২২২০২০৪/১৯৯৫,
যার ভূমির পরিমান ৩.০০(তিন) একর।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
১। বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক বিষয়ে উপজেলা ও জেলা পর্যায়ে অংশ গ্রহন।
২। শিশুদের ঝড়ে পড়ার হার ৫% এর নীচে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
৩। স্বাক্ষরতার হার বৃদ্ধি
১। পড়া লেখার মান উন্নয়ন ঘটানো
২। শিক্ষার্থী ঝড়ে পড়ার হার রোধ করা
৩। শিখন শেখানে কার্যক্রমে ডিজিটাল পদ্ধতি প্রয়োগ।
৪। বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মান।
৫। বিদ্যালয়ের প্রবেশ পথ সংস্কার।
৬। বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা।
১। মর্জিনা আক্তার, শ্রেনী:- ১ম, রোল-০২
২। জান্নাতুল ফেরদাউস শ্রেনী; ২য়, রোল- ০১
৩। রোপিয়া আক্তার, শ্রেনী- ৩য়, রোল- ০১
৪। রেহানা আক্তার, শ্রেনী- ৪র্থ, রোল- ১
৫। ফারহানা আক্তার, শ্রেনী- ৫ম, রোল- ১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস