Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১৬ ই ডিসেম্বরে মহান বিজয় দিবস উপলক্ষে সকল কে জানাই বিজয়ী সম্ভরদনা ও অভিনন্দন। সকলের জন্য আমার প্রিয় লেখকের একটি কবিতা।
বিস্তারিত

৭১ এর ডিসেম্বরে

তারিখ যখন ষোল,

বাংলা মায়ের দামাল ছেলে

বিজয় নিয়ে এলো।

 

পরাধীনতার বাধা শৃঙ্খল

সব কিছু পায়ে দলে,

লড়েছি জীবন রাখিয়া বাজি

স্বাধীনতা চেয়েছি বলে।

 

লক্ষ প্রানের বিনিময়ে

অর্জিত এই দেশ,

স্ব-গর্বে আজ যার পরিচয়

স্বাধীন বাংলাদেশ।

 

বিজয় তুমি পাক হানাদের

আতংকিত এক ঝড়,

বিজয় তুমি লাল সবুজের

ন্যায়ের কন্ঠ-স্বর।

৭১ এর ডিসেম্বরে

তারিখ যখন ষোল,

বাংলা মায়ের দামাল ছেলে

বিজয় নিয়ে এলো।

 

পরাধীনতার বাধা শৃঙ্খল

সব কিছু পায়ে দলে,

লড়েছি জীবন রাখিয়া বাজি

স্বাধীনতা চেয়েছি বলে।

 

লক্ষ প্রানের বিনিময়ে

অর্জিত এই দেশ,

স্ব-গর্বে আজ যার পরিচয়

স্বাধীন বাংলাদেশ।

 

বিজয় তুমি পাক হানাদের

আতংকিত এক ঝড়,

বিজয় তুমি লাল সবুজের

ন্যায়ের কন্ঠ-স্বর।

ছবি
ডাউনলোড