Title
মানিকছড়ি উপজেলা ডিজিটালা উদ্ভাবনী মেলা সম্পূর্ণ হলো......................
Details
28/05/2015ইং তারিখ বিকল 5.00ঘটিকার সময় মানিকছড়ি উপজেলা আয়োজীত ২দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা-2015 সমাপ্ত হয়েছে, উক্ত মেলাতে প্রধান অতীথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার নির্বাচিত এম্পি জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা, আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা জুতিকা সরকার, মেলাতে 10টির ও বেশি এষ্টল ছিল, সেরা এষ্টর এর পুরুষ্কার পেয়েছে মানিকছড়ি উপজেলা স্বাস্থ কম্পেলেক্স, উক্ত ডিজিটাল কাজ কর্ম নিয়ে বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেছেন উক্ত উপজেলার ৪টি ইউনিয়নের উদ্যোক্তা বৃন্দগন, উদ্যোক্তাদের মধ্যে শ্রেষ্ট বর্ষশেরা উদ্যোক্তা নির্বাচন করে পুরুষ্কার দিয়েছেন, বর্ষসেরা উদ্যোক্তার পুরুষ্কার পেয়েছেন ৪নং তিনটহরী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ মোস্তফা কামাল,।